Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারগুলোর পাশে শ্রম মন্ত্রণালয়


২৬ জানুয়ারি ২০১৯ ১০:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি ইটভাটায় শ্রমিকদের থাকার ঘরে কয়লাবাহী ট্রাক উল্টে মৃত ১৩ শ্রমিকের পরিবারকে এক লাখ টাকা করে দেবে শ্রম মন্ত্রণালয়। এছাড়া এই ঘটনায় আহত শ্রমিকরা পাবেন ৫০ হাজার টাকা অনুদান।

শনিবার (২৬ জানুয়ারি) সকালে এই আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, শ্রমিক কল্যান ফাউন্ডেশনের তহবিল থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে।

শুক্রবার (২৫ জানুয়ারি) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার নারায়ণপুর গ্রামের ইমরান ব্রিক ফিল্ডে শ্রমিকদের থাকার ঘরে একটি কয়লাবাহী ট্রাক উল্টে পড়ে। এতে ওই ছাউনিতে থাকা ১৩ শ্রমিক প্রাণ হারান। আহত হন দুই জন। শ্রমিকদের সবার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। দুর্ঘটনার সময় তারা সবাই ঘুমাচ্ছিলেন।

বিজ্ঞাপন

আরো পড়ুন : ট্রাক উল্টে শ্রমিকদের ঘরে, প্রাণ গেল ঘুমন্ত ১৩ শ্রমিকের

সারাবাংলা/এএইচএইচ/এসএমএন

চৌদ্দগ্রাম ট্রাক উল্টে মৃত্যু শ্রম মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর