Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নামের সঙ্গে কি নায়কও বদলাচ্ছে?


২৬ জানুয়ারি ২০১৯ ১৫:৩৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১৫:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

ভারতীয় এয়ারফোর্সের পাইলট রাকেশ শর্মার বায়োপিক ছবির কেন্দ্রিয় চরিত্রের অভিনয়শিল্পী নিয়ে ক্রমাগত ধোঁয়াশা তৈরী হচ্ছে। প্রথমে এই ছবিতে অভিনয় করার কথা ছিল আমির খানের। পরবর্তীতে শোনা যায় আমির খান নন, পর্দায় রাকেশ শর্মা রূপে হাজির হবেন শাহরুখ খান। আর এখন শোনা যাচ্ছে শাহরুখ খানও এই আলোচিত ছবিটিতে অভিনয় করছেন না। তার বদলে অভিনয় করবেন ভিকি কুশল। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

প্রকাশিত খবরে জানা গেছে, বক্স অফিসে শাহরুখ খানের ‘জিরো’ প্রত্যাশা অনুযায়ি ব্যবসা করতে না পারার কারণে বদল হচ্ছে চরিত্র। সদ্য মুক্তি পাওয়া ভিকি কুশলের ‘উরি-দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ বক্স অফিসে চমক সৃষ্টি করেছে। আর সেকারণেই ভিকি কুশলের ওপর ভরসা রাখতে চাইছেন প্রযোজক ও পরিচালক।

বিজ্ঞাপন

ছবিটি পরিচালনা করবেন মহেশ মাঠাই। আর প্রযোজনা করবেন রনি ক্রিওয়ালা। এদিকে প্রথম দিকে ছবির নাম ‘স্যালুট’ রাখা হলেও বদলে গেছে সেটিও। নতুন নাম রাখা হয়েছে ‘সারে জাহাঁ সে আচ্ছা’।

২০১৯ সালের ফ্রেব্রুয়ারিতে ‘সারে জাহাঁ সে আচ্ছা’র কাজ শুরু হওয়ার কথা হয়েছে।

সারাবাংলা/আরএসও/পিএম

ভিকি কুশল মহেশ মাঠাই রনি ক্রিওয়ালা সারে জাহাঁ সে আচ্ছা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর