Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি আদায় না হলে আন্দোলন অব্যাহত থাকবে: সাধারণ ছাত্র পরিষদ


২৬ জানুয়ারি ২০১৯ ১৬:৩৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: চাকরির বয়সসীমা বাড়ানো হবে এমন আশ্বাসে আর ভরসা রাখতে পারছেন না আন্দোলনকারীরা। শনিবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ আয়োজিত এক মানববন্ধনে বক্তারা একথা জানান।

সংগঠনটির আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, ‘দীর্ঘ ৭ বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি জানানো হচ্ছে। সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে চলমান এ আন্দোলনের পরও বিভিন্ন সময় আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অন্যতম একটা অঙ্গীকার ছিলো চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানো হবে। কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি।’

সংগঠনটির যুগ্ন আহ্বায়ক হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা এরইমধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন চাকরির আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবি বাস্তবায়িত হবে। কিন্তু দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়িত না হলে আমরা আন্দোলন অব্যাহত রাখবো।’

উলেখ্য, ২০১২ সালের ৩১ জানুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ন্যূনতম ৩৫ বছর করার প্রস্তাব করেন। এরপর দশম জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পরপর তিনবার দাবি বাস্তবায়নের সুপারিশ করেন।

সারাবাংলা/ওএম/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর