Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিন্নমূল শিশুদের অধিকার রক্ষার দাবি


২৬ জানুয়ারি ২০১৯ ১৬:৪৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ছিন্নমূল শিশুদের অধিকার রক্ষায় সব নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ষোল আনা বাঙ্গালি’ আয়োজিত ‘সকল পথশিশুর শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত’ শীর্ষক ১৬ মিনিটের এক অবস্থান কর্মসূচিতে এই আহ্বান জানান সংগঠনের সদস্যরা।

ছিন্নমূল পথশিশুদের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা প্রদান করে আইনের সহায়তায় এদের সোনালী আগামী নির্মাণের লক্ষ্যে এই সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ২০২০ সালের মধ্যে ১৬ হাজার পথ শিশুর জন্য পুনর্বাসনের কেন্দ্র স্থাপন করার উদ্যোগও গ্রহণ করেছে সংগঠনটি।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সংগঠনের মহাসচিব আহমে আলী, স্থায়ী পরিষদেত্র সদস্য জিয়া কায়সার জনী, ছাব্বির হাসেম, ঢাকা দক্ষিণ মহানগরের সাংস্কৃতিক সম্পাদক নাহী শরীফ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ন মহাসচিব মো. বখতিয়ার আহমেদসহ অন্যরা।

সারাবাংলা/ওএম/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর