Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রত্যেক জেলায় সিনেপ্লেক্স নির্মাণে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী


২৬ জানুয়ারি ২০১৯ ২০:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।।  স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বর্তমান সরকারকে চলচ্চিত্রবান্ধব সরকার বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘প্রত্যেক জেলায় সিনেপ্লেক্স নির্মাণের বিষয়ে কাজ করবে সরকার।’ শনিবার (২৬) সন্ধ্যায় রাজধানীর ‘সীমান্ত সম্ভারে’ নবনির্মিত স্টার সিনেপ্লেক্সের দ্বিতীয় শাখা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘চলচ্চিত্রের শক্তি তরুণদের মাঝে অমিত দেশপ্রেম সঞ্চারে সক্ষম।  আমাদের সেই চলচ্চিত্র নির্মাণ করতে হবে, যা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুণদের উজ্জীবিত করবে।’

চলচ্চিত্রের দর্শক কমেনি মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘স্টার সিনেপ্লেক্সের দ্বিতীয় শাখাই তা প্রমাণ করেছে।  দর্শকদের প্রয়োজন সুন্দর পরিবেশ ও সুস্থ বিনোদনের চলচ্চিত্র।’

বিজ্ঞাপন

স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমুখ।

 সারাবাংলা/এমএনএইচ

তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর