Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরুণ জখম


২৬ জানুয়ারি ২০১৯ ২২:০৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিয়ামুল হোসেন (১৯) নামে এক তরুণ জখম হয়েছেন।

শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিয়ামুলের সঙ্গে রডমিস্ত্রি হিসেবে কাজ করেন রুবেল হোসেন। তিনি জানান, তাদের বাসা খিলগাঁও মাদারটেক এলাকায়। গাজীপুর চৌরাস্তা এলাকায় কাজ শেষ করে ট্রেনের ছাদে ঢাকায় ফিরছিলেন তারা। তাদের সঙ্গে আরেক সহকর্মী ইমরান ছিলেন। ট্রেনটি বিমানবন্দর এলাকায় পৌঁছালে ৪ জন ছিনতাইকারী ইমরান ও রুবেলেকে ছুরির মুখে জিম্মি করে। এ সময় তারা রুবেলের কাছে থাকা ১০ হাজার টাকা ও দুইটি মোবাইল এবং ইমরানের দুইটি মোবাইল ফোন ও তিন হাজার টাকা ছিনিয়ে নেয়।

এরপর তারা পেছনে বসে থাকা নিয়ামুলের কাছ থেকে সব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নিয়ামুল বাধা দিলে ছিনতাইকারীরা তার ডান কাধে ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা দুইটি মোবাইল ফোন ও তিন হাজার টাকাও ছিনিয়ে নিয়ে যায়, বলেন রুবেল হোসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসএসআর/এটি

বিজ্ঞাপন

সেই হাথুরুসিংহকে দুষলেন আফিফ
২১ জানুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর