ব্রুমাদিনহো বাঁধ ধস, শতাধিক নিহতের আশঙ্কা
২৭ জানুয়ারি ২০১৯ ১৫:৪৩
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্রুমাদিনহো বাঁধ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৬৬ জনকে তবে এখনো নিখোঁজ রয়েছেন আনুমানিক তিন শ জন। ধারণা করা হচ্ছে, তাদের বেশিরভাগকেই জীবিত ফিরে পাওয়া সম্ভব হবে না। খবর বিবিসির।
স্টেট গভর্নর রোমেও জিমা বলেন, আমরা মৃতদেহ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা ক্ষীণ।
শুক্রবার (২৫ জানুয়ারি) ব্রাজিলের মিনাস জেরাইস অঙ্গরাজ্যের ব্রুমাদিনহো শহরে এক খনির পাশেই এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, নিহতদের বেশিরভাগই খনিতে কর্মরত শ্রমিক। তারা ক্যাফেটেরিয়ায় দুপুরের আহার সারছিলেন।
ব্রাজিলের সবচেয়ে বড় খনি প্রতিষ্ঠান ভ্যালের এই বাঁধ এবার কেন ধসে পড়ল, তার স্পষ্ট কারণ জানা সম্ভব হয়নি। তবে পরিবেশ রক্ষা এজেন্সি (ইবামা) ৬৬.৫ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে ভ্যালেকে।
দুর্গম অঞ্চল হওয়ায় ভারি যন্ত্রপাতিসহ আক্রান্ত এলাকায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কাদায় দেবে যাওয়ায় মৃতদেহগুলো খুঁজে পাওয়া সহজ হচ্ছে না। একটি ট্রাকের মধ্যে আটকা পড়া তিন জনকে উদ্ধার করা হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো, ব্রুমাদিনহো পরিদর্শন করেছেন। এ ধরনের ধ্বংসযজ্ঞ দেখে তিনি আবেগপ্লুত হয়ে গিয়েছিলেন বলে জানান।
সারাবাংলা/এনএইচ