Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করলেন ট্রুডো


২৭ জানুয়ারি ২০১৯ ১৭:৩০

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চীনে নিযুক্ত রাষ্ট্রদূত জন ম্যাকালামকে বরখাস্ত করেছেন। রোববার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে ট্রুডো বলেন, তিনি ম্যাকালামের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। খবর বিবিসির।

হুয়াওয়েইর প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানঝৌকে কানাডায় গ্রেফতারের বিষয়ে মন্তব্যের জের ধরে ম্যাকালামকে বহিষ্কার করা হয়ে থাকতে পারে। ম্যাকালাম প্রকাশ্যে জানিয়েছিলেন, মেং ওয়ানঝৌকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের অনুরোধ ত্রুটিপূর্ণ।

পরবর্তীতে এ নিয়ে বিতর্ক শুরু হলে ম্যাকালাম দুঃখ প্রকাশ করেন ও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাহার করে নেওয়া।

ম্যাকলামকে পদচ্যুত করা প্রসঙ্গে ট্রুডো বিবৃতিতে বলেন, রাষ্ট্রদূতকে পদত্যাগ করতে বলেছিলেন তিনি। কানাডার জনগণের সেবা করায় ম্যাকালাম ও তাঁর পরিবারকে ধন্যবাদ।

সারাবাংলা/এনএইচ

জাস্টিন ট্রুডো

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর