বগুড়ায় অপহৃত কলেজছাত্র উদ্ধার, আটক ৩
২৭ জানুয়ারি ২০১৯ ১৮:৩৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
বগুড়া: বগুড়ায় ৪ ঘণ্টার অভিযানে বিআইআইটি কলেজের অপহৃত ছাত্র সাকিবুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলো, বগুড়া শহরের খান্দার নতুন পাড়ার আবুল কালাম এর ছেলে রেজাউল ইসলাম রিয়াদ (২৪), মালগ্রাম দক্ষিণপাড়ার ওয়াহেদ ফারুকী মেঘ (১৯) এবং একই এলাকার ইদ্রিস আলীর ছেলে সজিব (২৫)।
বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান জানান, বগুড়ার বিআইআইটি’র টেক্সটাইল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাকিবুল ইসলাম ২৬ জানুয়ারি কলেজ থেকে বাড়ি ফেরার পথে অপহরণ হয়। অপহরণকারীরা সাকিবুলের মুক্তিপণের জন্য মোবাইল ফোনে ১ লাখ টাকা তার পরিবারের কাছে দাবি করে। ছেলের জীবন বাঁচাতে সাকিবুলের বাবা রফিকুল ইসলাম বিকাশে মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।
এ ঘটনায় শনিবার রাতে শহরের খান্দারের একটি বাড়ি থেকে সাকিবুলকে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ওসি।
সারাবাংলা/এমএইচ