Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফালু দম্পতির সব সম্পত্তি জব্দ


২৭ জানুয়ারি ২০১৯ ১৯:৪৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৯:৫২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদেশে তাদের সম্পত্তি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন, দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ২০১৭ সালের ১৫ মে রমনা থানায় একটি মামলা দায়ের করে দুদক। মামলা নম্বর ৩৭। মামলায় ফালুর বিরুদ্ধে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এছাড়া একই বছরের ১০ আগস্ট রমনা থানায় স্ত্রী মাহবুবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দুদক। মামলা নম্বর ৩৭। মামলায় স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে ৩ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এরপর মামলার তদন্তের স্বার্থে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক সৈয়দ আহমেদের আবেদনের প্রক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। আদেশে তাদের সকল সম্পত্তি জব্দ করার কথা বলা হয়। ওই আদেশে আরও বলা হয়েছে, মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা হস্তান্তর করতে পারবে না।

মোসাদ্দেক আলী ফালুর জব্দ করা সম্পত্তির মধ্যে আছে, উত্তরখানে দুই জায়গায় ৬৭ শতাংশ জমি, বড় মগবাজারের পাঁচ জায়গায় ৪৫ শতাংশ জমি, বঙ্গবন্ধু অ্যাভিউনিউয়ে দুইটা দোকান, কাকরাইলের দুই জায়গায় ১৮ শতাংশ জমি, বাউনিয়ায় সাড়ে ৮২ শতাংশ নিচু জমি, তেজগাঁও শিল্প এলাকায় সাড়ে ৬ শতাংশ জমি ও দক্ষিণ শাহজাহানপুরে একটি ফ্ল্যাট।

বিজ্ঞাপন

অন্যদিকে ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে, গুলশান সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় ছয় তলা বাড়ি এবং তার নামে থাকা ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি), রোজা অ্যাগ্রো লিমিটেড ও এমএএইচ সিকিউরিটিজ লিমিটেডের সব শেয়ার।

একই সঙ্গে ফালুর মালিকানাধীন ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি), রোজা অ্যাগ্রো লিমিটেড, রোজা প্রোপার্টিজ লিমিটেড ও স্টার পোরসেলিন প্রাইভেট লিমিটেড জব্দ করা হয়েছে।

এদিকে গত ২২ জানুয়ারি প্রায় ২২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার দায়ে বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয় দুদক।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ সন্ধ্যায় সারাবাংলাকে বলেন, ‘আদালতে আমরা আবেদন করেছি আদালত আমাদের আবেদনে সাড়া দিয়েছে। আদালতকে বলা হয়েছে তাদের সকল সম্পত্তি অবৈধ। আমরা মামলা শেষ না হওয়া পর্যন্ত তাদের সকল সম্পত্তি জব্দ করেছি। আমরা জব্দ করেছি তার মানে এই নয় যে, আমরা তাদের সম্পত্তি নিয়ে নিয়েছি। সম্পত্তি জব্দ করার মানে হচ্ছে মামলা চলাকালীন তাদের সম্পত্তি যেন অন্য কাউকে হস্তান্তর না হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা সবসময় দুর্নীতির বিরুদ্ধে। কোনো ধরনের দুর্নীতি মেনে নেওয়া হবে না। আমরা এখন থেকে দুর্নীতির অনুসন্ধান শুরু হলেই অভিযুক্তদের সম্পত্তি দুদক জব্দ করবে। এর কারণ হচ্ছে যারা দুর্নীতিবাজ তাদেরকে বোঝানো দুর্নীতি করে পার পাওয়া যাবে না।’

সারাবাংলা/এসজে/এমআই

ফালু দম্পতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর