ফেব্রুয়ারিতে ৫ দিনের আবাসন মেলা
২৭ জানুয়ারি ২০১৯ ১৯:৫৬ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ২০:৪০
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা রিহ্যাব ফেয়ার-২০১৯। ৬ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের মেলায় থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০২টি স্টল। এরই মধ্যে শেষ হয়েছে স্টল বরাদ্দের কাজ।
রিহ্যাব জানিয়েছে, এবারের মেলায় রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠান ছাড়াও বেশকিছু বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০২টি স্টল। কো-স্পন্সর, জেনারেল স্টল ও বিল্ডিং ম্যাটেরিয়ালস— এই তিন জোনে ভাগ থাকবে এবারের মেলা।
২৬ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে স্টল বরাদ্দের কাজ শেষ হয়। ওই অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ। স্টল বরাদ্দ অনুষ্ঠান পরিচালনা করেন রিহ্যাব পরিচালক ও রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী।
রিহ্যাব ফেয়ারে এ বছর র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার থাকছে একটি প্রাইভেট কার, দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল। এছাড়া টিভি, ফ্রিজ, মোবাইল ফোনসহ থাকছে আরও আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও প্রতিদিনের র্যাফেল ড্রয়ে থাকছে তিন রাত চার দিনের হোটেল প্যাকেজসহ সিঙ্গাপুর, মালায়শিয়া ও ব্যাংককের কাপল এয়ার টিকেট।
সারাবাংলা/ইএইচটি/টিআর