সম্প্রচার নীতিমালার পর অনলাইন মিডিয়ার নিবন্ধন : তথ্যমন্ত্রী
২৭ জানুয়ারি ২০১৯ ২১:৩৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: কিছু অনলাইন মিডিয়া সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে সংবাদ পরিবেশন করছে না বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। তিনি বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা পাস হওয়ার পর সব অনলাইন সংবাদ মাধ্যমগুলোর নিবন্ধন করা হবে। এ লক্ষে কাজ চলছে।
রোববার (২৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই অভিযোগ করেন। চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এই সম্মেলনে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মন্ত্রী বলেন, ‘অনলাইন মিডিয়া নিয়ে অনেকে উদ্বিগ্ন এবং উৎকন্ঠিত। অনেক অনলাইন মিডিয়া সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থেকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করছে। কিছু অনলাইন মিডিয়ার এই দায়বদ্ধতা নেই। সম্প্রচার নীতিমালা পাস হলে অনলাইনগুলোর নিবন্ধন করা হবে। ইতোমধ্যে অনেক অনলাইনের তথ্য সংগ্রহ করা হয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে সাংবাদিকদের অমিমাংসিত বিষয়গুলোর সমাধান করার চেষ্টা করছি। নির্বাচনের পর নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে ওয়েজবোর্ডের বিষয়টি তথ্য মন্ত্রণালয় প্রস্তাব আকারে উত্থাপন করেছে। সে কারণে মন্ত্রিসভা কমিটি পুর্নগঠন করা হয়েছে। শনিবার সচিবালয় খোলা রেখে মন্ত্রিসভা কমিটির সভা করা হয়েছে।’
সবার সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী। এ বিষয়ে মালিকদের একটি পক্ষের সঙ্গে এরইমধ্যে বৈঠক করা হয়েছে বলে জানান তিনি।
টেলিভিশনের পাশাপাশি এফএম রেডিওকেও সম্প্রচার নীতিমালার আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল বাড়ানোর কথা জানিয়ে ড. হাছান বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে এ তহবিল থেকে সাংবাদিকদের অসুস্থতার পাশাপাশি সন্তানদের পড়াশোনা, পরিবারের সদস্যদের চিকিৎসার খরচ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আবাসনের বিষয়টিও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করা হবে।’
প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শুকলাল দাশ।
যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, বিএফইউজের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন মল্লিক।
সারাবাংলা/আরডি/এসএমএন