Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটনের প্রসারে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ : বিমানমন্ত্রী


১৬ জানুয়ারি ২০১৮ ১৯:১১

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, সময়ের সঙ্গে অ্যাভিয়েশন ও পর্যটনশিল্পের গুরুত্ব বেড়েই চলেছে। এ গুরুত্ব ও সম্ভাবনার কথা তুলে ধরে জনমত গঠন ও সরকারের উচ্চপর্যায়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

মঙ্গলবার সচিবালয়ে অ্যাভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম (এটিজেএফবি)  নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ কথা বলেন।

মঙ্গলবার বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এভিয়েশন ও পর্যটন সেক্টরে সরকারের অর্জনসমূহ তুলে ধরতে সাংবাদিকদের আহবান জানিয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে। সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন রচনা করে। তাই দেশের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা  গুরুত্বপূর্ণ। তিনি সম্ভাবনায় পর্যটন স্থান ও স্থাপনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

ফোরাম নেতৃবৃন্দ এটিজেএফবির কার্যক্রম মন্ত্রীকে অবহিত করেন । এ সময় সংগঠনের সভাপতি নাদিরা কিরণ ও সাধারণ সম্পাদক তানজিম আনোয়ারসহ বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর