Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসি উপ-নির্বাচন: মেয়র-কাউন্সিলর পদে জাপার ফরম বিতরণ


২৮ জানুয়ারি ২০১৯ ০৩:০৪

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: ঢাকা উত্তর সিটি নির্বাচনে অংশ নিতে দলের মনোনয়নপ্রত্যাশী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে ফরম বিতরণ করেছে জাতীয় পার্টি। রোববার (২৭ জানুয়ারি) সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টির প্রার্থীরা অনেক ভালো করবে। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। তাই সব নির্বাচনেই জাতীয় পার্টি অংশগ্রহণ করে।’

দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা উত্তর সিটি উপ-নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন- মো. ইসমাইল হোসেন (ওয়ার্ড-৩৯), মো. শামসুল হক (ওয়ার্ড-৪৬), সাইফুল ইসলাম জুয়েল (ওয়ার্ড-৪৬), রফিকুল ইসলাম (ওয়ার্ড-৪৪), বজলুর রহমান মৃধা (ওয়ার্ড-৩৯), জাকির হোসেন হান্নান (ওয়ার্ড-৩৮), এস এম আমিনুল হক সেলিম (ওয়ার্ড-২১), মো. জহিরুল ইসলাম মিন্টু (ওয়ার্ড-৪১), মো. ফাইজুল ইসলাম (ওয়ার্ড-৪৪), মো. আলাউদ্দিন আলাল (ওয়ার্ড-৫৪), মো. বোরহান উদ্দিন (ওয়ার্ড-৫০), ইব্রাহিম হোসেন (ওয়ার্ড-৫২), মো. মহিবুর রহমান (ওয়ার্ড-৪৩)।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, ঢাকা মহানগর উত্তরের দফতর সম্পাদক মো. আনিস-উর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক হাজী নাসির উদ্দিন সরকার, মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর