Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিঃসঙ্গ সেই পাঁতিহাস…..


২৮ জানুয়ারি ২০১৯ ১২:২৭ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ০৮:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ফিচার ডেস্ক ।।

দক্ষিণ প্রশান্ত মহাসাগর অঞ্চলে ছোট্ট দ্বীপ নিউয়ে। ২০১৮ সালে সেখানে আগমন ঘটে অতিথির। এটি ছিল ট্রেভর নামে একটি পাঁতিহাস। তবে ট্রেভর খুব সাধারণ পাঁতিহাস নয়, কারণ দ্বীপটিতে তার স্বপ্রজাতির অন্য কেউ ছিল না।

ট্রেভর কোথা থেকে এসেছিল জানতো না দ্বীপটির বাসিন্দারা। ধারণা করা হয়, ঝড়ের কবলে পড়ে পার্শ্ববর্তী নিউজিল্যান্ড বা টোঙ্গা থেকে দ্বীপটিতে আশ্রয় নেয় ট্রেভর। তবে এরপর আর তার আদর যত্নের কমতি হয়নি। সে বনে গিয়েছিল স্থানীয় সেলেব্রেটি।

বন্যপ্রাণী সংরক্ষণ, পাঁতিহাস,

ট্রেভরকে দ্বীপটির বাসিন্দারা নিয়মিত খাবার দিত। তার সাঁতার কাটার জন্য জলাধার তৈরি করেছিল ফায়ার সার্ভিস। এছাড়া, পরিকল্পনা করা হয় ট্রেভরের নিঃসঙ্গতা দূর করতে একজন সঙ্গিনীও নিয়ে আসার!

বিজ্ঞাপন

দুর্ভাগ্য ট্রেভরের, সবার অগোচরে কুকুরের আক্রমণে প্রাণ হারিয়েছে সে।

বন্যপ্রাণী সংরক্ষণ, পাঁতিহাস,

পাঁতিহাসটির স্মৃতিচারণ করে ফ্রেন্ডলি নামে একজন বিবিসিকে জানান, ট্রেভর সংক্ষিপ্ত অথচ সুখী জীবন-যাপন করেছে। সে বাসিন্দাদের আশেপাশে ঘুরত ও সবাই তাকে খাবার দিত। সেখানের গৃহপালিত মুরগির সাথে ভালো বন্ধুত্ব গড়েছিল।

‘ট্রেভর আমার হৃদয়ে জায়গা করে নিয়েছিল। ওকে, অনেক মিস করবো।’ বলেন ফ্রেন্ডলি।

সারাবাংলা/এনএইচ

পাঁতিহাস বন্যপ্রাণী সংরক্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর