Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ আগস্ট মামলায় আত্মসমর্পণের পর দুই পুলিশ কর্মকর্তা কারাগারে


২৮ জানুয়ারি ২০১৯ ১৬:১৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের দুই সাবেক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এরা হলেন ঢাকা মহানগর পুলিশের (পূর্ব) সাবেক উপকমিশনার মো. ওবায়দুর রহমান ও ঢাকা মহানগর পুলিশের (দক্ষিণ) সাবেক উপকমিশনার খান সাইদ হাসান।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নথি হাইকোর্টে

২০১৮ সালের ১০ অক্টোবর মামলাটির রায় ঘোষণা করা হয়। সেসময় এই দুই আসামি পলাতক ছিলেন। এদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় রায়ে তিন ধারার প্রত্যেকটিতে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেক ধারায় ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে প্রত্যেক ধারায় ৬ মাস করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। রায়ে প্রত্যেক ধারার সাজা একযোগে চলবে বলে উল্লেখ করা হয়।

রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে মামলা দুটিতে বিএনপি-জামায়াত সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়।এছাড়া বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

সারাবাংলা/এআই/এসএমএন

বিজ্ঞাপন

২১ আগস্ট ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর