ব্রাজিলে বাঁধ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৮, নিখোঁজ ৩০০
২৮ জানুয়ারি ২০১৯ ১৬:২২
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্রুমাদিনহো বাঁধ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন তিন শতাধিক।এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৯২ জনকে। খবর আল জাজিরার।
উল্লেখ্য, শুক্রবার (২৫ জানুয়ারি) ব্রাজিলের মিনাস জেরাইস অঙ্গরাজ্যের ব্রুমাদিনহো শহরে এক খনির পাশেই এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, নিহতদের বেশিরভাগই খনিতে কর্মরত শ্রমিক। তারা ক্যাফেটেরিয়ায় দুপুরের আহার সারছিলেন।
এদিকে, নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় বলে জানিয়েছেন কর্তৃপক্ষরা। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়বে।
রোববার (২৭ জানুয়ারি) নিকটবর্তী অপর একটি বাঁধ ধসের আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ ছিল উদ্ধারকাজ। পরবর্তীতে বিকেলে পুনরায় উদ্ধারকাজ শুরু হয়। বর্তমানে স্বেচ্ছাসেবী, উদ্ধারকর্মী ও হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজ চলছে।
মিনাস জেরাইস অঙ্গরাজ্যের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র ল্যাফটেনান্ট কর্নেল ফ্ল্যাভিও গোডিনহো জানিয়েছেন, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, বাঁধ ধসে মৃতের সংখ্যা ৫৮ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন ৩০৫ জন। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃতদের মধ্যে ২৩ জনের অবস্থা গুরুত্বর।
সারাবাংলা/ আরএ