শাহজালালে ২১৯টি স্বর্ণের চেইনসহ যাত্রী আটক
২৮ জানুয়ারি ২০১৯ ১৭:৫০
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. মামুন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ২১৯টি স্বর্ণের চেইন পাওয়া যায়। যার ওজন ৭৫০ গ্রাম। এগুলোর বাজারমূল্য ৫২ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো.সহিদুল ইসলাম সোমবার (২৮ জানুয়ারি) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৪ ফ্লাইটযোগে মো. মামুন শাহজালালে অবতরণ করেন। যাত্রীর দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেট দিয়ে আটকানো অবস্থায় ২১৯টি স্বর্ণের চেইন পাওয়া যায়। ওই বিমানটি দুবাই থেকে ঢাকায় এসেছিল।
সহিদুল আরও জানান, যাত্রীকে গ্রীন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার সময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দল তাকে আটক করে। এরপর শুল্ক গোয়েন্দা দল যাত্রীর দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেট দিয়ে আটকানো অবস্থায় ২১৯ পিস স্বর্ণের চেইন জব্দ করে।
আটককৃত যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
সারাবাংলা/এসজে/একে