Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেট্রোল বোমা হামলাকারীরা জাতীয় শত্রু: তথ্যমন্ত্রী


২৮ জানুয়ারি ২০১৯ ১৯:২৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: পেট্রোল বোমা মেরে মোটরযান শ্রমিক হত্যাকারীদের ‘জাতীয় শত্রু ’ হিসেবে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ মোটর চালক লীগে’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

হাসান মাহমুদ বলেন, বিএনপি জামায়াত অবরোধ-হরতালের নামে প্রায়ে একশ জন মোটরচালক ও শ্রমিককে পেট্রোল বোমা ও আগুন দিয়ে ঝলসে হত্যা করেছে। এমন হামলাকারীদের এভাবেই ছেড়ে দেওয়া হবে না। তাদের বোমার আগুনেই তাদের ঝলসে দেওয়া হবে।

এছাড়া দেশ ও উন্নয়নবিরোধী কোনো রাজনৈতিক দল যেন আর কখনও ক্ষমতায় আসতে না পারে, সেদিকেও মোটর শ্রমিকদের সজাগ দৃষ্টি রাখতে বলেন তথ্যমন্ত্রী।

বাংলাদেশ আওয়ামী মোটর শ্রমিক লীগের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগের উপদেষ্টা আব্দুল আওয়াল শামীম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতারা।

আব্দুল আওয়াল শামীম বলেন, জননেত্রী শেখ হাসিনা নিজের হাতে ২০০৪ সালের ২৮ জানুয়ারি এই মোটরচালক লীগ প্রতিষ্ঠা করেন। তিনি সবসময়ই চালক ও শ্রমিকদের পাশে ছিলেন এবং এখনও আছেন। তার শাসনামলে নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রার মানের অনেক উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়ন অব্যাহত থাকবে।

সারাবাংলা/ ওএম/ আরএ

তথ্যমন্ত্রী বাংলাদেশ মটর চালক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর