Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু


২৮ জানুয়ারি ২০১৯ ২২:২৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঠাকুরগাঁও: জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও জগদল সীমান্তের মাঝামাঝি এলাকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএস) গুলিতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান। সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত শ্রমিকের নাম মো.বাবু। তিনি হরিপুর উপজেলার গেদুরা ইউপির মরাধার গ্রামের একরামুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, ভারতের পানিপথ এলাকার নারায়ণ চন্দ্রের ইটভাটায় শ্রমিকের কাজ শেষে বাবু সোমবার বিকেলে বাড়ি ফিরছিলো। ফেরার পথে বাংলাদেশের ধর্মগড় ও জগদল সীমান্তের ৩৭৩/২-এস বিপরীতে ভারতের শ্রীপুর বিএসএফের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ এই বিষয়ে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীদের মধ্যে পতাকা বৈঠক ডাকা হয়েছে বলে জানান।

সারাবাংলা/এসবি/আরএ

ঠাকুরগাঁও বিএসএফ সীমান্তে হত্যা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর