Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে কাতার এয়ারওয়েজের জরুরি অবতরণ


২৮ জানুয়ারি ২০১৯ ২১:০২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: যান্ত্রিক ত্রুটির কারণে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বা কোনো ক্ষতি ঘটেনি।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ১৩ মিনিটের দিকে ২৬ জন যাত্রী নিয়ে কিউআর ৬৩৮ ফ্লাইটটি জরুরি অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, কিউআর ৬৩৮ ফ্লাইটটি ২৬ জন যাত্রী নিয়ে দোহা থেকে ঢাকায় আসে। এয়ারবাস ৩৩২ উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে। তবে এ কারণে কেউ আহত হননি।

উল্লেখ্য, এর আগে গত ২২ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে কাতারের দোহার উদ্দেশে ছেড়ে গেলেও ল্যান্ডিং গিয়ারে সমস্যা থাকায় ফিরে আসে একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ। তিন শতাধিক যাত্রী নিয়ে রাত ৮টায় ঢাকা ছেড়ে যায় কিউআর ৬৩৫ ফ্লাইটটি। ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে রাত ৯টা ৪০ মিনিটে সেটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সে ঘটনাতেও কেউ হতাহত হননি বা কোনো ক্ষতি হয়নি।

সারাবাংলা/ইউজে/টিআর

কাতার এয়ারওয়েজ জরুরি অবতরণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর