কিউবায় ঘূর্ণিঝড়ের আঘাতে মৃত ৩, আহত ১৭৪
২৮ জানুয়ারি ২০১৯ ২৩:০১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
কিউবার রাজধানী হাভানায় ঘূর্ণিঝড় হাভানার আঘাতে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৭৪ জন। কিউবার প্রেসিডেন্ট মিুগুয়েল দিয়াজ-ক্যানেল সোমবার (২৮ জানুয়ারি) এ কথা জানিয়েছেন। খবর আল জাজিরার।
সোমবার হাভানা পরিদর্শনের পর এক টুইটে দিয়াজ-ক্যানেল লিখেন, রোববারের (২৭ জানুয়ারি) ঘূর্ণিঝড়ে রাজধানীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড়ের আঘাতে উল্টে গেছে অনেক গাড়ি, নির্মূল হয়েছে অনেক গাছ, ভেঙে গেছে ল্যাম্পপোস্ট ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে শহরের অর্ধেকের বেশি অংশ।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শহরের লুয়ানো শহরতলীতে একটি পুরনো ভবনের বারান্দার অর্ধেক অংশ ভেঙে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে ভবনটির নিচের রাস্তা।
ঘূর্ণিঝড়ের তাণ্ডব থামার পরই শহরে উদ্ধারকাজে তৎপর রয়েছে দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও জরুরী সেবাদানকারীরা।
দিয়াজ-ক্যানেল তার টুইটে লিখেছেন, এখন পর্যন্ত আমরা তিন জনের মৃত্যুর শোক পালন করছি। আহত ১৭৪ জনকে সহায়তা করা হচ্ছে।
উল্লেখ্য, রোববার দিনের শেষ ভাগের দিকে ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে ঘূর্ণিঝড় আঘাত হানে হাভানায়।
সারাবাংলা/ আরএ