Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে গোলাগুলি: ২ সন্দেহভাজন নিহত, আহত ৫ পুলিশ সদস্য


২৯ জানুয়ারি ২০১৯ ১১:৩১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১১:৩৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

সংঘবদ্ধ মাদক চোরাকারবার গ্রুপের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে যুক্তরাষ্ট্রে দুই সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। এছাড়া, আহত হয়েছেন অন্তত পাঁচ পুলিশ সদস্য। এরমধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন ও একজনকে ছুরিকাঘাত করা হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) হাউস্টনে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, অবাদে মাদক বিক্রি হচ্ছে প্রতিবেশীর এমন অভিযোগের ভিত্তিতে ৭৮০০ হার্ডিং স্ট্রিটের বিল্ডিং-এ অভিযান চালায় ১২ জনের হাউস্টন পুলিশ দল। এসময় বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

অভিযান প্রসঙ্গে শহর মেয়র সালভেস্টের টার্নার পুলিশ সদস্যদের সাহসিকতার প্রশংসা করেছেন। তিনি বলেন, এটা আমাদের জন্য কঠিন দিন ছিল। আহত পুলিশ সদস্যদের আরোগ্য কামনায় দোয়া করতে বলছি সকলকে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, পুলিশের তদন্ত পরিচালনায় যেকোনো ধরনের সাহায্য দিবেন তিনি। এ ধরনের ঘটনা মনে করিয়ে দেয় পুলিশ সদস্যরা আমাদের নিরাপদ করতে কতটা ত্যাগ স্বীকার করেন।

সারাবাংলা/এনএইচ

মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর