Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলক্ষেতের ডোবায় মিলল মরদেহ


২৯ জানুয়ারি ২০১৯ ১৪:৪১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১৫:৫১

সংগৃহীত ও প্রতীকী ছবি

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঢাকা : রাজধানীর খিলক্ষেত এলাকার একটি ডোবা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সেলিম ওরফে বৃষ্টি (৫০)। তিনি হিড়জা সম্প্রদায়ের মানুষ।

সোমবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (২৯ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম আসাদুজ্জামান জানান, খিলক্ষেত বিশ্বরোড বিআরটিসি বাস ডিপোর পাশে ঝোপঝাড়ের ভেতরের ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তখন মৃতদেহের গলায় একটি ওড়না প্যাঁচানো ছিল।

বৃষ্টি ওরফে সেলিম ভাটারা এলাকায় থাকতেন জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএমএন

তৃতীয় লিঙ্গ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর