Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাম্মী আখতারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


১৬ জানুয়ারি ২০১৮ ২১:১২

স্পেশাল করেসপন্ডেন্ট

সঙ্গীতশিল্পী শাম্মী আখতারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে মঙ্গলবার এ শোকবাণী জানানো হয়। প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদন জানান।

এদিন বিকেল ৪টা ২০ মিনিটে হাসপাতালে নেওয়ার পথে মারা যান শাম্মী আখতার। দীর্ঘদিন থেকে ক্যান্সারে ভুগছিলেন তিনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। ১৯৫৭ সালের ১৬ ফেব্রুয়ারি খুলনায় জন্ম নেন বাংলার এই উজ্জ্বল নক্ষত্র।

‘অশিক্ষিত’ সিনেমায় প্লেব্যাক-এ কণ্ঠ দেন শাম্মী আখতার। এরপর তার গলায় একের পর এক জনপ্রিয় হয়ে উঠতে থাকে ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’র মতো প্রায় তিনশো গান।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবিতে ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ গানটির জন্য শাম্মী আখতার ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। প্লেব্যাক ছাড়াও তার গাওয়া অসংখ্য গান আজও ঘুরছে মানুষের মুখে মুখে।

সারাবাংলা/জেএ/এটি

চলে গেলেন কণ্ঠশিল্পী শাম্মী আখতার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর