ফেনীতে ডাকাত দলের ‘অভ্যন্তরীণ দ্বন্দ্বে’ একজনের মৃত্যু
২৯ জানুয়ারি ২০১৯ ১৪:৫৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ফেনী : ফেনীতে দুই দল ডাকাতের অভ্যন্তরীণ দ্বন্দ্বে মো. বাবুল ওরফে কসাই বাবুল নামে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি নিহত ব্যক্তি একটি ডাকাত দলের সদস্য।
সোমবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত বাবুল ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের মৃধাবাড়ির আবদুল মান্নানের ছেলে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সোমবার দিবাগত রাত ২ টার দিকে ফেনী শহরতলীর দেওয়ানগঞ্জ এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বাবুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ফেনী সদর সদর হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘনটাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে বলে জানান ওসি। তিনি জানান, নিহত বাবুলের বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যাসহ আটটি মামলা রয়েছে। দুই ডাকাত দলের মধ্যে টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে গোলাগুলি হতে পারে বলেও ধারণার কথা জানান ওসি।
সারাবাংলা/এসএমএন