Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডুবন্ত জাহাজ দিয়ে আরেকটি ডুবন্ত জাহাজ উদ্ধার করা যায় না’


১৬ জানুয়ারি ২০১৮ ২১:২১

স্পেশাল করেসপন্ডেন্ট

পর্যটন এবং বিমান মন্ত্রণালয়কে আলাদা করে দক্ষ রাজনীতিককে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। তিনি বলেন, একটি ডুবন্ত জাহাজ দিয়ে আরেকটি ডুবন্ত উদ্ধার করা যায় না।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনা পর্বে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজারে বর্তমানে চারশ’ ফরেনার বাংলাদেশে রয়েছে। কক্সবাজারে পর্যটনের কিছুই নাই। যারা যায় তারা শুধু সমুদ্রের ঢেউ গোনে। নেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি নেই মুক্তিযুদ্ধকে উপস্থাপন করে এমন কোনো স্থাপনা। নানা দিকে জলাশয়, বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়- কক্সবাজার, চট্টগ্রাম নোংরা শহরে পরিণত হয়েছে।

এসময় তিনি শিশুপার্ক, আধুনিক পার্ক ও কনভেনশন সেন্টার নির্মাণের প্রস্তাব জানান। কাজী ফিরোজ রশিদ আরও বলেন, এগুলো না হলে পর্যটকদের বেশি দিন ধরে রাখা যাবে না।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর