Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ লাখ ১৫ হাজার নতুন বিদ্যুৎ সংযোগের অনুমোদন


২৯ জানুয়ারি ২০১৯ ১৮:২৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজশাহী ও রংপুর বিভাগে বিদ্যুৎ বিতরণ লাইন সম্প্রসারণে দু’টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  এই দু’টি প্রকল্প বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে ২ হাজার ২১৫ কোটি ১৭ লাখ টাকা।  এই প্রকল্পের আওতায় মোট ৪ লাখ ১৫ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।  মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এই দুটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

একনেক সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।  তিনি বলেন, একনেক সভায় আজ ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।  প্রকল্পগুলোয় মোট ব্যয় হবে ১৬ লাখ ৪৩৩ কোটি ২৭ লাখ টাকা।  এর মধ্যে ১৩ হাজার ৬২০ কোটি ২৭ লাখ টাকা সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করবে।  বাকি ২ লাখ ৫২৭ কোটি ৩৯ লাখ টাকা প্রকল্প সাহায্য হিসেবে বৈদেশিক সহায়তা পাওয়া যাবে।’ ৯ প্রকল্পের মধ্যে ৫টি নতুন এবং ৪টি সংশোধিত প্রকল্প রয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

 আরও পড়ুন: ৭০টি রেল ইঞ্জিন কেনাসহ ৯ প্রকল্পের অনুমোদন একনেকে

দেশব্যাপী বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যক্রমে প্রশংসা করেন।  তিনি বলেন, ‘বিদ্যুৎ বিতরণ সম্প্রসারণের লক্ষে গৃহীত দুই প্রকল্প ২০২২ সালের মধ্যে বাস্তবায়ন সম্পন্ন হলে প্রকল্প এলাকায় শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় চলে আসবে।  আগামী ২০৩০ সাল নাগাদ দেশের প্রতিটি মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎপরিষেবা পাবে। ’

পরিকল্পনামন্ত্রী জানান, রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ এবং পুনর্বাসন প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ১২৩ কোটি ৮৫ লাখ টাকা। জানুয়ারি ২০১৯ থেকে জুন ২০২২ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রংপুর উপকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা ২২০ মেগাওয়াট বৃদ্ধি পাবে এবং রংপুর বিভাগে ১ লাখ ৮০ হাজার নতুন সংযোগ দেওয়া হবে।’

বিদ্যুৎ বিতরণে অনুমোদিত অন্য প্রকল্পটি ‘রাজশাহী বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ এবং পুনর্বাসন’ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন,  ‘এটি জানুয়ারি ২০১৯ থেকে জুন ২০২২ মেয়াদে বাস্তবায়িত হবে।  এতে খরচ হবে ১ হাজার ৯১ কোটি ৩২ লাখ টাকা। এই প্রকল্প বাস্তবায়নের ফলে রাজশাহী উপকেন্দ্রের ৪৭০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়বে। ’ পাশাপাশি রংপুর বিভাগে ২ লাখ ৩৫ হাজার নতুন সংযোগ দেওয়া হবে বলেও তিনি জানান।

সারাবাংলা/জেজে/এমএনএইচ

বিদ্যুৎ বিতরণ

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ
২৫ নভেম্বর ২০২৪ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর