Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনালী ব্যাংকের এজিএমসহ ৬ জনের বিরুদ্ধে মামলা


২৯ জানুয়ারি ২০১৯ ১৯:৪৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সোনালী ব্যাংকের বরখাস্ত হওয়া এজিএম মো. সাইফুল হাসানসহ ৬ জনের বিরুদ্ধে ১ কোটি ৯ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মোছা. সেলিনা আখতার মনি বাদী হয়ে রাজধানীর হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করেন।

মামলাটির অন্য আসামিরা হলেন, মেসার্স ভেনারেবল এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দীন সেলিম, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সঞ্জীবন রায়, মেসার্স ড্রেস মি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান জিনাত ফাতেমা, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. তাওহীদ হোসান ও ডিরেক্টর মো. তসলিম হাসান।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে জানান, আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে ভুয়া রেকর্ডপত্র তৈরি করেন। এরপর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের হাজারীবাগ শাখা থেকে কিউ.আই.বি.পি নামে বিল মূল্যের ১ কোটি ৯ লাখ ৬৬ হাজার ৭৬১ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। সেই সঙ্গে ওই অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে লেয়ারিং করে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ওই অপরাধের কারণে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসজে/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর