শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগের সাফল্য আকাশ ছোঁয়া: হাছিনা গাজী
২৯ জানুয়ারি ২০১৯ ১৯:৫৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা উল্লেখ করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, ‘শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ একটি মর্যাদাপূর্ণ দেশে পরিণত হয়েছে। শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের সাফল্য আকাশ ছোঁয়া।’
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী এলাকায় সাউথ রূপসী ইন্টারন্যাশনাল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র হাছিনা গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। অতীতে কেউ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারেনি। একমাত্র আওয়ামী লীগ সরকারের সময়ই পরিস্থিতি ভালো রাখছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সাফল্য তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বে পরিচিতি লাভ করেছে উন্নয়নের রোল মডেল হিসেবে। বিভিন্ন অনুন্নত দেশ নিজেদের দ্রুত উন্নতির জন্য বাংলাদেশকে অনুসরণ করে। এসব সম্ভব হয়েছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে।’
শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগের অবদান তুলে ধরে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সারা জীবন যেভাবে শিক্ষার জন্য কাজ করেছেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও একইভাবে শিক্ষার উন্নয়নে অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বের কারণে দেশে শিক্ষার হার বৃদ্ধি, নারী শিক্ষার প্রসার, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই পৌঁছে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন অগ্রগতির পাশাপাশি জনগণের মুখে হাসি ফোটাতে সব ধরনের প্রণোদনা দিচ্ছেন। বর্তমান সরকারের আমলে কৃষকরা পাচ্ছেন বিনামূল্যে সার, বীজ, কৃষি উপকরণ। প্রতিবন্ধী, অসহায় এবং বয়স্ক নারী-পুরুষরা পাচ্ছেন সরকারি ভাতা। বাদ যাচ্ছেনা গর্ভবর্তী মায়েরা।- বলেন হাছিনা গাজী’
শিক্ষকদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘জনগণের ভোটে আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় এসেছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি দলমত নির্বিশেষে সবার ভাগ্য উন্নয়নে কাজ করবেন। সেই আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। এইজন্য শিক্ষক সমাজকে দক্ষ ভূমিকা পালন করতে হবে। মেধানির্ভর লেখাপড়ার মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করতে হবে।’
রূপগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাউথ রূপসী ইন্টারন্যাশনাল হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ জাকির হোসেন, তারাবো পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, তারাবো পৌরসভার যুব লীগের সহ সভাপতি রুহুল আমিন ফরাজী, তারাবো পৌরসভা কিন্ডার গার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি আলহাজ ডা. মো. হানিফ সাউদ, হামিদা মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জামাল আহমেদ, সাউথ রূপসী ইন্টারন্যাশনাল হাই স্কুলের প্রধান শিক্ষক আফরিন নাহারসহ অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমএইচ