Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির


২৯ জানুয়ারি ২০১৯ ২১:৪৩

।। সারাবাংলা ডেস্ক ।।

মালয়েশিয়াকে বাংলাদেশের উন্নয়নের অংশীদার উল্লেখ করে ওষুধ, পাট ও পাটজাত পণ্য এবং চামড়াসহ বিভিন্ন বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে উদ্যোগ নেওয়ার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মাদাম নূর আশিকিন বিনতি মোহদ তাইব বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক চমৎকার, যা পর্যায়ক্রমে সম্প্রসারিত হচ্ছে।’

বাংলাদেশে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করায় বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন,  ‘এ দেশে তার (হাইকমিশনার) দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।’

রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায়ী হাইকমিশনার আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যে বিভিন্ন খাতে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে বলে আশা করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ে সংশ্লিষ্ট সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।

সারাবাংলা/এসবি

বাংলাদেশ মালয়েশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর