জবি শিক্ষক সমিতির সভাপতি দীপিকা, সাধারণ সম্পাদক নুর
২৯ জানুয়ারি ২০১৯ ২১:২৮
।। জবি করেসপন্ডেন্ট ।।
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির ২০১৯ সালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. দীপিকা রানী সরকার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছের অধ্যাপক ড. নুর মোহাম্মাদ।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলে। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনরা ড. সুরঞ্জন কুমার দাস।
ফলাফলে সভাপতি পদে অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ২১৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. নুর মোহাম্মদ ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আলীম পেয়েছেন ১৮২ ভোট।
এছাড়া সহ সভাপতি পদে ড. আব্দুল আলীম ৩৩৮ ভোট, কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ আব্দুল মাহফুজ ২৮৪ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ড. সামসুল কবির ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এদিকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ড. আব্দুস সামাদ, মো: মাসুদ রানা, ড. মনিরুজ্জামান খন্দকার, ড. মনিরা জাহান, রাবিতা সাহা, রিু কুন্ডু, মিফতাহুল হাসান, ড. আবুল হোসেন, মোবারক হোসেন এবং নিয়াজ আলমগীর।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার, ড. সুরঞ্জন কুমার দাস বলেন, আমরা চেষ্টা করেছি ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার। সবার সহযোগিতায় আমরা সেটা পেরেছি।
নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত আধুনিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব। শিক্ষকদের সকল সুবিধা নিশ্চিত করব এবং সর্বোপরি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব।
সারাবাংলা/ আরএ