Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে মাদকদ্রব্য সিসা জব্দ করেছে ডিএনসি


৩০ জানুয়ারি ২০১৯ ০১:২২ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ০১:২৪

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ রাজধানীর গুলশা‌ন ১ নম্বরে গুলশান শ‌পিং সেন্টা‌রে অভিযান চা‌লি‌য়ে বিপুল প‌রিমাণ সিসা জব্দ ক‌রে‌ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ওই মা‌র্কে‌টের ও‌য়েভ আর্ট নামক এক‌টি দোকা‌নে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকা‌রি প‌রিচালক (উত্তর) মোহাম্মদ খুর‌শিদ আলম ব‌লেন, ‘সন্ধ্যা থে‌কে চালা‌নো অভিযান এখ‌নো চল‌ছে। এ পর্যন্ত ৪০ থে‌কে ৫০ কে‌জি সিসা, সিসা খাওয়ার হুক্কা ২০ থেকে ২৫টি ও বেশ কিছু উপকরণ জব্দ করা হ‌য়ে‌ছে। বিস্তারিত পরে জানানো হবে।

সারাবাংলা/ইউজে/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর