Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভটিজিংয়ের দায়ে বখাটের ১ মাসের কারাদণ্ড


৩০ জানুয়ারি ২০১৯ ০৩:২৬ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ০৪:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায়  মো. হাসান (১৮) নামে এক বখাটেকে ইভটিজিং এর দায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জি এম সরফরাজ কতৃক ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন। বখাটে মো. হাসান উপজেলা বড় শৌলা গ্রামের মো. সিদ্দিকের ছেলে।

মঠবাড়িয়া থানার এএসআই ইয়ার হোসেন জানান, স্কুলগামী ছাত্রীকে উত্তোক্ত করার অভিযোগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় শৌলা গ্রামে অভিযান চালিয়ে হাসানকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার জি এম সরফরাজ এর ভ্রাম্যমান আদালতে হাজির করলে ইভটিজিং এর অভিযোগের স্বীকারোক্তির ভিত্তিতে হাসানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/জেএইচ

ইভটিজিং মঠবাড়িয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর