Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএমএসেই জানা যাবে গাড়ির ফিটনেসসহ নানা তথ্য


৩০ জানুয়ারি ২০১৯ ১০:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : এখন থেকে ঘরে বসেই যে কোনো গা‌ড়ির ফিটনেস টেস্ট, টোকেন, রুট পারমিট ইত্যাদির তথ্য যাচাই করা যাবে। আর এজন্য ব্যবহার করতে হবে হাতে থাকা মোবাইল ফোনটি।

বুধবার (৩০ জানুয়ারি) থেকে এ সুবিধা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএর পরিচালক (প্রশিক্ষণ) মো. সিরাজুল ইসলাম জানান, গাড়ির ফিটনেস, রুট পারমিটের মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং গাড়ি কেনাবেচার সময় যেসব তথ্য প্রয়োজন সেগুলো যাচাই করে নেওয়া যাবে। মোবাইল এর একটি এসএমএস এর মাধ্যমেই পাওয়া যাবে এসব তথ্য।

কোনো মোটরযানের এসব তথ্য যাচাই করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে VR তারপর স্পেস দি‌য়ে vehicle registration number লিখে এসএমএস কর‌তে হ‌বে ০১৫৫২১৪৬২২২ এই নম্বরে।

বিজ্ঞাপন

ফিরতি এসএমএসে জানা যাবে গাড়ির ফিটনেস তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখসহ আনুষঙ্গিক বিভিন্ন তথ্য।

সারাবাংলা/এসএমএন

এসএমএস গাড়ির তথ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর