চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
৩০ জানুয়ারি ২০১৯ ১২:২২
।। সারাবাংলা ডেস্ক ।।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুইদিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, আজকের তরুণরাই দেশ ও জাতির ভবিষ্যত। কিন্তু মাদক ও সংস্কৃতির অপব্যবহার তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। তাই শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণরাই দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারবে। সারা বিশ্বে দেশের পরিচিতি তুলবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরীণ আখতার, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোয়াজ্জেম হোসেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষ হবে আগামী বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)।
সারাবাংলা/আরডি/এসএমএন