Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু


৩০ জানুয়ারি ২০১৯ ১২:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুইদিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, আজকের তরুণরাই দেশ ও জাতির ভবিষ্যত। কিন্তু মাদক ও সংস্কৃতির অপব্যবহার তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। তাই শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণরাই দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারবে। সারা বিশ্বে দেশের পরিচিতি তুলবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরীণ আখতার, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোয়াজ্জেম হোসেন।

ক্রীড়া প্রতিযোগিতা শেষ হবে আগামী বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)।

সারাবাংলা/আরডি/এসএমএন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বিজ্ঞাপন

পোড়া প্রজাপতি
২৬ জুলাই ২০২৫ ১৭:২৯

আরো

সম্পর্কিত খবর