Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রেসক্লাবের সম্পাদককে ধরো, বলেই ওরা আমার মাথায় আঘাত করে’


১৬ জানুয়ারি ২০১৮ ২২:৪৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চাষাঢ়ায় সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকদের হামলায় স্থানীয় প্রেসক্লাবের অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন। হকার উচ্ছেদ ইস্যুতে মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের ওপর হামলার সময় শামীম ওসমানের অনুগতরা ওই সাংবাদিকদেরও আক্রমণ করেন।

হামলায় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ গুরুতর জখম হয়েছেন। প্রেসক্লাব সভাপতির বুকে ইটের আঘাত লেগেছে, সবুজের মাথায় প্রচণ্ড আঘাতের পর ১১টি সেলাই দিয়ে ব্যান্ডেজ করতে হয়েছে। তারা নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা নেন।

শরিফ উদ্দিন সবুজ সারাবাংলাকে বলেন, চাষাঢ়ায় সেলিনা হায়াৎ আইভী তার সমর্থকদের নিয়ে এলে শামীম ওসমানের লোকজন আকস্মিক হামলা  করেন। প্রেসক্লাবের কাছেই হামলার এ ঘটনা ঘটে। আমরা কয়েকজন সাংবাদিক রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হামলা চলাকালে একজন বলে, ওই যে প্রেসক্লাবের সম্পাদক, ওকে ধরো। এরপর একজন আমার দিকে তেড়ে এসে হাতে থাকা কাঠের ফালি দিয়ে মাথায় বেশ কয়েকটি আঘাত করে। কেউ কেউ ইট-পাটকেল ছুড়তে থাকে।

কেন এই হামলা জানতে চাইলে তিনি বলেন, আমরা ত্বকী মঞ্চের সমর্থক। এই কারণে আমাদের ওপর আক্রোশ থেকেই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছি। আমাদের প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান মাসুমও ত্বকী মঞ্চের কর্মী।

তিনি বলেন, হামলাকারীদের নাম জানি না। তবে তারা শামীম ওসমানের অনুগত, আইভীর বিরোধীপক্ষ।

সবুজ জানান, হামলায় প্রেস ক্লাবের আট-দশজন সদস্য আহত হয়েছেন।  আহত অন্য সাংবাদিকরা হলেন যমুনা টেলিভিশনের আমির হোসেন স্মিত, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের মুজিবুল হক পলাশ, ইত্তেফাকের ফটোসাংবাদিক তাপস, এরা বেশ জখম হয়েছেন।

বিজ্ঞাপন

মানবপ্রাচীরে রক্ষা আইভীর, কী ঘটেছিল চাষাঢ়ায়?

ক্ষুব্ধ মেয়র আইভী

নারায়ণগঞ্জে সংঘর্ষ, মেয়র আইভী আহত, পিস্তল উঁচিয়ে হুমকি (ভিডিওসহ)

সারাবাংলা/এআর/একে

 

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর