Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইতে মিশ্র সূচকে চলছে লেনদেন


৩০ জানুয়ারি ২০১৯ ১৩:২৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: মিশ্র প্রবণতা দিয়ে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ জানুয়ারি) দিনের শুরুতে সূচক বাড়লেও সময় বাড়ার সাথে সাথে তা কমতে থাকে।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স সূচক কমেছে ১১ দশমিক ৭১ পয়েন্ট।

এদিন, ডিএসইতে লেনদেনের শুরুতে ১০ পয়েন্ট সূচক বাড়ে। দিন শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যে সূচক বাড়তে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটের দিকে ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বাড়ে। পরে আবার তা কমতে থাকে। দুপুর ১টার দিকে ডিএসই’র প্রধান সূচক ২৪ দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৯০০ পয়েন্টে।

দুপুর ১টা পর্যন্ত ডিএসইতে অংশ নেয়া মোট ৩৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্রা ১১৫টির কমেছে ১৯৯টির অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

এদিকে. গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৯২৪ পয়েন্টে। মোট লেনদেন হয় ৯৪৫ কোটি টাকা।

সারাবাংলা/জিএস/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর