বাণিজ্য মেলায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
৩০ জানুয়ারি ২০১৯ ১৫:৩৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীতে চলমান বাণিজ্য মেলায় ছিনতাইয়ের পরিকল্পনায় জড়িত সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতারকৃতরা হলেন, মেহেদী হাসান (২২), ফরিদুল (৩০), আসলাম তালুকদার (২৩), শাহ আলম শেখ (৩৪), বাবু মিয়া (২৫) ও রুবেল (২০)।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন র্যাব-২ এর সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক।
তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ব পাশে ফুটপাতে র্যাব সদস্যরা এসে দাঁড়ালে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় শাহ আলম শেখ (৩৪), বাবু মিয়া (২৫), রুবেলকে (২০) গ্রেফতার করা সম্ভব হয়। বাকিরা পালিয়ে যায়।
এএসপি মোহাম্মদ সাইফুল মালিক বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের আরও একটি ছিনতাইকারী দল চন্দ্রিমা উদ্যানের পূর্ব পাশে বটগাছের নিচে অবস্থান করছে। তাদের তথ্যের ভিত্তিতে রাতে মেহেদী হাসান, ফরিদুল ও আসলাম তালুকদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি জানান, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা মূলত বাড্ডা, আব্দুল্লাপুরসহ বিভিন্ন স্থানে ছিনতাই করে থাকে। তারা বাণিজ্য মেলাকে কেন্দ্র করে আগত দর্শনার্থীর মূল্যবান সামগ্রী ছিনতাই করার উদ্দেশ্য বাণিজ্য মেলার আশেপাশে অবস্থান নিয়েছিল।
সারাবাংলা/এসএইচ/এনএইচ