Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সভাপতিমণ্ডলী মনোনয়ন দিলেন স্পিকার


৩০ জানুয়ারি ২০১৯ ১৮:৪০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই নিয়ম অনুযায়ী পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ অধিবেশন পরিচালনা করবেন।

সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শামসুল হক টুকু, এবি তাজুল ইসলাম, ফখরুল ইমাম এবং সাগুফতা ইয়াসমিন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৫৮ আসনে জয়ী হয়। ২২টি আসন নিয়ে প্রধান বিরোধীদলের আসনে বসে জাতীয় পার্টি। এবার বিরোধীদলীয় নেতা হয়েছেন, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। যদিও দশম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন তার স্ত্রী ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকতে পারেননি হুসেইন মুহম্মদ এরশাদ।

সারাবাংলা/এএইচএইচ/এটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর