Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবি পরিচয়ে ছিনতাই, ফুটেজ দেখে আসামিদের গ্রেফতার


৩০ জানুয়ারি ২০১৯ ২০:৫০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর সূত্রাপুর এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার (৩০ জানুয়ারি) রাতে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন, রুবেল (৩০), মো. জুয়েল আহম্মেদ (৪৭) ও হান্নান ওরফে হান্নু (৩৫)।

তিনি জানান, গত বছরের ১১ ডিসেম্বর দুপুর সোয়া ৩টার দিকে শ্যামবাজার সিটি করপোরেশন মার্কেটের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে আসামিরা ১০ লাখ টাকা ছিনিয়ে করে। পুলিশ আশপাশের ১৬টি সিসি টিভির ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করে। এরপর রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জুয়েল ও হান্নান অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে। রুবেল বর্তমানে রিমান্ড রয়েছে। এই চক্রের বাকি সদস্যদের পরিচয় জানা গেছে, তবে তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না, জানান আশরাফ উদ্দিন।

সারাবাংলা/ইউজে/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর