শুক্র ও শনিবার ছাড়া ঢাকায় র্যালি নয়: কাদের
৩১ জানুয়ারি ২০১৯ ১৪:০২
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: শুক্র ও শনিবার ছাড়া ঢাকায় র্যালি করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্য কোনো দিনে যেকোনো রাস্তায় সভা সমাবেশ করা যাবে না বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে নগর ভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ- ডিটিসিএ’র কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
কর্মকর্তাদের নিয়ে আধাঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, সরকারের প্রথম ছয় মাসে যেসব কাজ করা হবে সেগুলো চিহ্নিত করা হয়েছে।
রাজনৈতিক প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে জনগনের প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া নেই। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা নিয়ে দেশে-বিদেশে কোনো অভিযোগ নেই। শুধুমাত্র বিএনপির যারা নির্বাচনে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে তারাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগের মত যুক্তরাষ্ট্রসহ দেশের বাইরে এ নির্বাচনকে নিয়ে প্রশ্নবিদ্ধ করতে তারা যে অপচেষ্টা করেছিল। তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
বিদেশিদের কাছে তারা এই নির্বাচনকে অগ্রহণযোগ্য করে তুলতে পারেনি বলে মন্তব্য করেন কাদের। তিনি বলেন, দেশেও নির্বাচনের বিরুদ্ধে বলে তারা জনগণের মধ্যে কোনো সাড়া জাগাতে পারেননি। নিজেরা বসে বসে প্রেস ব্রিফিং করে তারা আবারও নালিশের রাজনীতি শুরু করেছে। এরকম নালিশ করে তারা কোন কিছুই অর্জন করতে পারবে না।
সারাবাংলা/এসএ/জেএএম