ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস ও প্রতারক চক্রের ১ সদস্য আটক
৩১ জানুয়ারি ২০১৯ ১৪:০৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ফরিদপুর : ফরিদপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোররাতে জেলার সালথা উপজেলার যুগিকান্দা এলাকা থেকে মো. রাজিব হোসেন (১৯) কে আটক করা হয়।
পরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব। তিনি জানান, রাজিব একটি ওয়েব পেইজের মাধ্যমে প্রশ্নপত্র বিতরনের ঘোষণা দিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে প্রতারনা করে টাকা আদায় করছিল। রাজিবের বাড়ি সালথা উপজেলার যুগিকান্দা গ্রামে।
র্যাব জানায়, কারিগরী দক্ষতাসম্পন্ন রাজীব এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসাদুপায়ে সরবরাহের জন্য অনলাইন ভিত্তিক একটি ওয়েব পেইজ চালু করে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের অগ্রিম প্রশ্নপত্র সরবরাহ করার লোভ দেখিয়ে প্রতারণা করে নিজের বিকাশ অ্যাকাউন্টে বিপুল পরিমান টাকাও হাতিয়ে নেয় সে। আটকের পর জিজ্ঞাসাবাদে রাজিব এ কথা স্বীকার করে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
সারাবাংলা/এসএমএন