Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদক কর্মকর্তাকে ঘুষের প্রস্তাব: আনসার কমান্ডেন্ট রিমান্ডে


৩১ জানুয়ারি ২০১৯ ১৭:৫০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকতার্কে ‘ঘুষের প্রস্তাব দিয়ে’ গ্রেফতার হওয়া আনসার কমান্ডেন্ট আশিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফি উদ্দিন এই আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম আদালতে দায়িত্বরত দুদক পরিদর্শক এমরান হোসেন সারাবাংলাকে বলেন, ‘ডবলমুরিং থানার মামলায় আশিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

গত ২৪ জানুয়ারি সকালে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর কর্মকর্তা জাফর সাদেকের দফতর থেকে আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি নীলফামারীর জেলা আনসার কমান্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

দুদক কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, বিসিএস ক্যাডারের কর্মকর্তা আশিকুর আগে বান্দরবানে ১৭ নম্বর আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন। তখনকার একটি দরপত্রে অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধান করছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী।

তাকে এক লাখ টাকা ঘুষ দেওয়ার জন্য ওইদিন সকালে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এ জাফর সাদেক শিবলীর কাছে এসেছিলেন আশিকুর রহমান, এমন অভিযোগে ডবলমুরিং থানায় মামলা দায়ের হয়।

মামলা দায়েরের পর আশিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর