আবেদা মেমোরিয়ালের এমডি’র দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক
৩১ জানুয়ারি ২০১৯ ১৭:৪২ | আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ১৭:৪৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ফারমার্স ব্যাংকের ঋণের প্রায় ২৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আবেদা মেমোরিয়াল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইফতেখার হোসেন সিরাজী এবং তার স্ত্রী শারমিন রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে দুদকের নিভর্রশীল সূত্র সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্রে জানা যায়, ফারমার্স ব্যাংক থেকে তারা প্রায় ২৬ কোটি টাকা ঋণ নিয়েছেন। এরপর ঋণের সেই টাকা ভুয়া ডকুমেন্টের মাধ্যমে আত্মসাৎ করেছেন। আর কমিশন এই আত্মসাতের ঘটনা অনুসন্ধানে জানতে পেরেছে আবেদা মেমোরিয়াল প্রাইভেট লিমিটেডের এমডি ইফতেখার হোসেন সিরাজী এবং তার স্ত্রী শারমিন রহমান এই ঘটনার মূল হোতা। ফলে তারা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন।
আর সেজন্য দুদকের উপ-পরিচালক শামসুল আলম স্বাক্ষরিত এক বাতার্য় ইমিগ্রেশনকে অবহিত করা হয়েছে, তারা যেন কোনোভাবেই দেশত্যাগ করতে না পারেন।
সারাবাংলা/এসজে/এমও