Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় কর্তাদের দুর্নীতিমুক্ত থাকার আহ্বান এলজিআরডিমন্ত্রীর


৩১ জানুয়ারি ২০১৯ ১৯:৪৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুমিল্লা: অফিসের বড় কর্তাদের দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ‘বড় কর্তাদের অবশ্যই দুর্নীতিমুক্ত থাকতে হবে। অফিসের বড় স্যার যদি ঘুষ থেকে বিরত থাকেন, তাহলে ছোট সাহেবরা খেতে পারবেন না। কারণ প্রকৃতির নিয়ম অনুসারে পানি সব সময় ওপর থেকে নিচে নামে, নিচ থেকে ওপরে উঠে না।’

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা পৌঁছে দেয়ার কর্মপন্থা কর্মশালায় এসব কথা বলেন মন্ত্রী।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, ‘দরিদ্রতা আমাদের চলে যাবে ইনশাআল্লাহ। তবে পরিকল্পিতভাবে আমাদের সেটার সুখ উপভোগ করতে হবে। দেশটাকে ঠিক রাখতে পারলে সবাই ভালো থাকতে পারবো। আর যদি সেটা না পারি তবে আমি একা ভালো থাকার কোন স্বার্থকতা নেই।’

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর মহাপরিচালক ড. এম মিজানুর রহমান, যুগ্ম পরিচালক আবদুল কাদের।

সারাবাংলা/এসবি

এলজিআরডিমন্ত্রী দুর্ণীতিমুক্ত

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর