Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের নির্দেশ হাইকোর্টের


১৭ জানুয়ারি ২০১৮ ১২:০৯

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : আগামী ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র পরিষদ (ডাকসু) নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাইলে তা কার্যকর করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে নির্দেশও দেওয়া হয়েছে এই রায়ে।

বুধবার (১৭ জানুয়ারি) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

রায় শেষে আইনজীবী মনজিল মোরশেদ জানান, রায়ের পর্যাবেক্ষণে আদালত বলেছেন ১৯৯০-৯১ সালের পর থেকে ছাত্ররা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে।  এই নির্বাচনের মাধ্যমে সেই অধিকার নিশ্চিত করা হবে।

ডাকসু নির্বাচন চেয়ে করা রিটের ওপর চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার  রায়ের দিন ঠিক করেন আদালত।

২০১২ সালে ডাকসু নির্বাচন চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ জন ছাত্র রিট দায়ের করেন। ওই রিটের পরে রুল জারি করেন আদালত।

 

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

সারাবাংলা/এজেডকে/এনএস/জেডএফ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর