আনসারউল্লাহ বাংলা টিমের ৪ জঙ্গি গ্রেফতার
১ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৬ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর উত্তরা থেকে শুক্রবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে আনসারউল্লাহ বাংলা টিমের ৪ জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)- ১ এর সদস্যরা। আটককৃতরা তাদের নেতাকে মুক্ত করতে কারাগারে হামলা পরিকল্পনা করছিলো ও এক পত্রিকার সম্পাদককে হত্যা পরিকল্পনাতে জড়িত ছিলো।
রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে এক ব্রিফিং এ এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান। গ্রেফতারকৃতরা হলো – মো:শাহরিয়ার নাফিস ওরফে মো: আম্মার হোসেন (২০), মো: রাসেল ওরফে সাজেদুল ইসলাম গিফারী (২৪), মো:রবিউল ইসলাম ওরফে নুরুল ইসলাম (২৪), মো: আবদুল মালেক (৩১)।
তিনি জানান, কারাগারে থাকা আনসারউল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান নেতা জসিম উদ্দিন রহমানীকে জামিনে মুক্ত করতে না পারলে কারাগারে হামলা করে তাকে বাইরে আনার পরিকল্পনাতে ছিলো এবিটির এই সদস্যরা। একই সঙ্গে বিবাহ সংক্রান্ত হাদিস নিয়ে মন্তব্য করাতে একটি জাতীয় পত্রিকার সম্পাদককে হত্যার পরিকল্পনাও করছিলো এই সদস্যরা।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উগ্রবাদী বই, মোবাইল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে প্রেস ব্রিফিং এ।
সারাবাংলা/এসএইচ/এসবি