Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেঙ্গালুরুতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলটের মৃত্যু


১ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩১ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারতের বেঙ্গালুরুতে শহরে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় ভারতীয় বিমান বাহিনীর মিরেজ-২০০০ মডেলের বিমানটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিমানটি হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) বিমানবন্দর কম্পাউন্ডের প্রান্তে বিধ্বস্ত হয়েছে। কম্পাউন্ডটির আশপাশে বেশ কয়েকটি কার্যালয় ও বাসভবন রয়েছে।

ভূমিতে পতিত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে এক পাইলটের মৃত্যু হয়। অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নেবার পথে তার প্রাণহানি ঘটে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিমানটি ভূমিতে পতিত হওয়ার আগেই তা থেকে বের হয়ে গিয়েছিল পাইলটরা। কিন্তু তাদের একজন ধ্বংসাবশেষের নিকটে অবতরণ করেন।

ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেন, মৃতরা বিমান বাহিনীর ‘এয়ারক্রাফট এন্ড সিস্টেমস টেস্টিং এস্টাবলিশমেন্ট’ ইউনিটের সদস্য ছিলেন।

কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে জানতে বিমান বাহিনীর এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেননি তিনি।

এছাড়া এইচএএল’র এয়ার ট্র্যাফিক কনট্রোল বিভাগও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সারাবাংলা/ আরএ

বেঙ্গালুর যুদ্ধবিমান বিধ্বস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর