Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু


১ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০১ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:০৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায়  শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী। সম্মানিত হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর ইমেরিটাস শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান,  পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ এবং মিশরের লেখক, গবেষক ও সাংবাদিক মোহসেন আল-আরিশি।

এসময় ২০১৮ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

সেই সঙ্গে ‘সিক্রেট ডকুমেন্টস্ অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্যা নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-ভলিউম-২, ১৯৫১-১৯৫২ এর মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে বাংলা একাডেমি প্রকাশিত মোহসেন আল-আরিশি রচিত বইয়ের অনুবাদ ‘শেখ হাসিনা : যে রূপকথা শুধু রূপকথা নয়’ বইটি।

অনুষ্ঠানটি পরিচালনা করছেন বিশিষ্ট সংস্কৃতিকর্মী রামেন্দু মজুমদার।

সারাবাংলা/এনআর/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর